আরও খানিকটা হেলে পড়ল বাঘাযতীনের ফ্ল্যাটবাড়ি! আতঙ্কে স্থানীয়রা

Construction Mishap in Tangra: One Flat Tilts Towards Another in Kolkata
Construction Mishap in Tangra: One Flat Tilts Towards Another in Kolkata

কলকাতা: মঙ্গলবার দুপুরে আচমকাই হেলে পড়েছিল বাঘাযতীনের ফ্ল্যাটবাড়ি৷ এক রাতের মধ্যে আরও খানিকটা হেলে বাঘাযতীনের বহুতল৷ আতঙ্কে ঘুম উড়েছে লাগোয়া বাড়িগুলির বাসিন্দাদের। এই আতঙ্কের মধ্যেই বুধবার সকাল থেকে ফের শুরু হয়ে গিয়েছে হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ। মঙ্গলবার রাতেই ওই ফ্ল্যাটবাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু  হয়ে গিয়েছিল৷ অকুস্থলে উপস্থিত রয়েছেন ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। (baghajatin flat building leaning starts again)

Advertisements

বেআইনি ভাবে তৈরি হয়েছিল চারতলা ফ্ল্যাট baghajatin flat building leaning starts again

গতকাল দুপুরে হেলে পড়ে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত চারতলা ফ্ল্যাটটি৷ ওই বাড়ির প্রতিটি তলায় দু’টি করে ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। বহুতলটির নাম ‘শুভ অ্যাপার্টমেন্ট’৷ স্থানীয়দের একাংশের দাবি, ওই ফ্ল্যাটবাড়িতে বেশ কিছুদিন আগেই ফাটল দেখা দিয়েছিল। বিষয়টি পুর কর্তৃপক্ষের নজরে আসতেই ওই ফ্ল্যাটবাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তার পরে ফের অনেকেই ওই ফ্ল্যাটে ফিরে আসেন৷ ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি হয়নি বলেই অভিযোগ। প্রাক্তন বাম কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় বলেন, ‘‘ওই বাড়িটি তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি। এই অঞ্চলে তিনতলার বেশি উঁচু বাড়ি তৈরি করা যায় না। তা সত্ত্বেও অপরিকল্পিতভাবে ওই বাড়িটি তৈরি হয়েছিল।’’

   

বাড়িটিতে ফাটল ছিল baghajatin flat building leaning starts again

স্থানীয় কাউন্সিলর মিতালি জানান, বাড়িটিতে ফাটল দেখা গিয়েছিল। পুরসভাকে বিষয়টি না জানিয়েই বাড়ি মেরামতির কাজ শুরু করছিলেন প্রোমোটার। দিন সাতেক আগে বিষয়টি আমার নজরে আসে। আমি নির্মাণকর্মীদের কাছে জানতে চাই এই ফ্ল্যাটের বাসিন্দারা কোথায় আছেন? তাঁরা জানান, আবাসিকদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। আমি কাজ বন্ধ করতে বলে প্রোমোটারকে আমার সঙ্গে দেখা করতে বলি। তার পর কাজ বন্ধ ছিল৷ কিন্তু এরই মধ্যে শুনলাম বাড়িটি হেলে পড়েছে৷

এই ঘটনা গর্ডেনরিচের স্মৃতি উস্কে দিয়েছে৷ ২০২৩ সালের ১৭ মার্চ মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ বাড়ি৷ ওই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছিলেন ১৩ জন৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements