Babul Suprio: দুধেল গাইদের গুরুত্ব বুঝলেন বাবুল

babul-supriya

বছর দুই আগের কথা। নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় হচ্ছিল দেশ। সেই সময় মুসলিম কোনও ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কিছু বললেই তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন তৎকালীন বিজেপির ‘হার্ডহিটিং হিন্দুত্ববাদী’ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)

রাজনৈতিক বিষয় ছাড়া ফুটবল নিয়ে বিতর্কেও এক মুসলিম যুবককে দেশ ছাড়া করার হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল। সেই বাবুলই এখন মাথায় ফেজ টুপি পরে সামিল হচ্ছেন ইসলামিক অনুষ্ঠানে। এখন সমীকরণ বদলে গিয়েছে। বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির বাবুল সুপ্রিয় এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাই নেত্রী মমতার দেখানো পথেই তাঁকে চলতে হবে। এখন আর মুসলিম বিদ্বেষ দেখালে চলবে না। কারণ ওটাই যে বড় ভোট ব্যাংক।

   

গত ৮ বছরে ভোটের রাজনীতি বিলক্ষণ বু়ঝতে পেরেছেন বাবুল সুপ্রিয়। সেই অভিজ্ঞতার প্রমাণ মিলেছিল ২০১৯ লোকসভা ভোটে। সেই ভোটে বিজেপির বিপুল সাফল্যের পরে মুসলিমদের দুধ দেওয়া গরু বলেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা। আর তারপর থেকেই মুসলিমদের ‘দুধেল গাই’ বলে কটাক্ষ শুরু করেন বাবুল ও বিজেপি কর্মী সমর্থকরা।

কিন্তু সেই বাবুল এখন বদলে গিয়েছেন। তৃণমূলে যেতেই তাঁকেও তোষণের পথে হাঁটতে হচ্ছে। লোকসভা হোক বা বিধানসভা, তৃণমূল কংগ্রেসের সাফল্যের নেপথ্যে ছিল মুসলিম ভোট ব্যাংক। আর বাবুল প্রার্থী হতেই ক্ষোভ প্রকাশ করেছিল ইমামরা। তাই টুপি পরতেই হল বাবুল সুপ্রিয়কে।

বালিগঞ্জ কেন্দ্রের টিএমসি প্রার্থী বাবুল সুপ্রিয় এখন ‘ভোট টানতে দুধেল গাই দুইছেন’, উড়ে আসছে কটাক্ষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন