HomeWest BengalKolkata CityBabughat bus terminus: রবিবার সরে যেতে পারে বাবুঘাট বাস টার্মিনাস

Babughat bus terminus: রবিবার সরে যেতে পারে বাবুঘাট বাস টার্মিনাস

- Advertisement -

সত্যিই কি বাবুঘাট থেকে সরে যাবে বাস স্ট্যান্ড (Babughat bus terminus)? বর্তমানে এই জল্পনা তুঙ্গে উঠেছে। জানা গিয়েছে, রবিবারই বাবুঘাট থেকে সরে যাবে বাস স্ট্যান্ড।

জানা গিয়েছে, কলকাতার আঞ্চলিক পরিবহণ দফতরের সচিব গত ১১ এপ্রিল এনিয়ে ইতিমধ্যেই বাস- মিনিবাস মালিকদের সংগঠনগুলিকে চিঠি দিয়েছিলেন। অন্যদিকে বাবুঘাট থেকে বাস টার্মিনাস হাওড়ার সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপত্তি দেখিয়েছে বাস মালিকদের একাংশের।

   

তবে নির্দেশিকা অনুযায়ী ১৪ দিনের মধ্যে বাস টার্মিনাস সরাতে হবে। আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর পরিবহণ দফতরের। একইসঙ্গে জানা গিয়েছে, সাঁতরাগাছিতে তৈরি হয়ে গিয়েছে বাস টার্মিনাস।

পরিবহণ দপ্তর সূত্রে জানানো হয়েছে মূলত দূষণ রোধ করতেই এই পদক্ষেপ। কিন্তু বাস মালিকদের দাবি, সাঁতরাগাছিতে বাস টার্মিনাস স্থানান্তরিত হলে অনেক সমস্যায় পড়তে হবে। বাবুঘাট থেকে সাঁতরাগাছিতে বাস টার্মিনাস প্রায় ১২ কিলোমিটার অতিরিক্ত। এর জেরে জ্বালানি খরচও বাড়বে। টোলের ট্যাক্সও দিতে হবে। রুট পারমিটও বদলাতে হবে।

এখানেই থেমে থাকেননি বাস মালিকরা। তারা জানিয়েছে, এইভাবে বাস টার্মিনাস সরিয়ে নিয়ে গেলে বড় আন্দোলনের পথে নামতে পারে তারা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular