HomeWest BengalKolkata Cityশিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে 'বিষ' খেয়ে আত্মহত্যার চেষ্টা

শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে ‘বিষ’ খেয়ে আত্মহত্যার চেষ্টা

- Advertisement -

ফের চাকরির দাবিতে উত্তাল শহর। দ্রুত নিয়োগের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন শারীর শিক্ষা চাকরিপ্রার্থীরা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রে খবর, বুধবার শিক্ষামন্ত্রীর কালিন্দির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকজন চাকরিপ্রার্থী। সরগরম হয়ে ওঠে মন্ত্রীর এলাকা। খবর পেয়ে লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের থামাতে গেলে হাতাহাতি শুরু হয়ে যায়। ক্ষোভে ২ জন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত হন ৪ জন বিক্ষোভকারী।

   

কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির পর ২৫ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয়। লেকটাউন থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান ওঠে। তবে পুলিশ সূত্রে খবর, বিষ নয় কাশির সিরাপ খেয়েছিলেন ওই ৪ চাকরিপ্রার্থী।

বিস্তারিত আসছে………

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular