HomeWest BengalKolkata Cityজুনিয়র চিকিৎসকদের ধর্ণামঞ্চে যোগ দিয়ে ২৪ ঘন্টার প্রতীকী অনশনে বসলেন শিল্পীরা

জুনিয়র চিকিৎসকদের ধর্ণামঞ্চে যোগ দিয়ে ২৪ ঘন্টার প্রতীকী অনশনে বসলেন শিল্পীরা

- Advertisement -

আরজি কর কাণ্ডের আবহে নিজেদের ১০ দফা দাবি পূরণের জন্য দীর্ঘদিন ধরে ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Hunger Strike)। এবার তাঁদের শুরু করা আমরণ অনশনের ১৫ তম দিনে ধর্মতলার ধর্নামঞ্চে শনিবার যোগ দিলেন বিশিষ্ট শিল্পীরা।

জানা যাচ্ছে, সেখানে ২৪ ঘন্টার প্রতীকী অনশনে বসেছেন পরিচালক বিরসা দাসগুপ্ত। আর এখনও পর্যন্ত তাঁর সঙ্গে সেই অনশনে যোগ দিয়েছেন চৈতি, দেবলীনা ও বিদীপ্তা থেকে শুরু করে আরও অনশনকারীরা। এর পাশাপাশি ‘দ্রোহের সংস্কৃতি’ নাম দিয়ে মঞ্চ বেঁধে অ্যাকাডেমির সামনে বিক্ষোভে বসেছেন নাট্যশিল্পীরা।

   

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular