Partha Chatterjee: জেলবন্দি পার্থর ভবিষ্যৎবাণী পঞ্চায়েত তৃণমূলই জিতবে

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী (Partha Chatterjee) পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎবানী পঞ্চায়েত ভোটে দলই জিতবে। যদিও জেলে যাবার পর পার্থবাবুকে আর দলে রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গোরু পাচার মামলায় জেলে যাওয়া অনুব্রত মণ্ডলকে দলে রেখে দিয়েছেন।

Advertisements

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। বিপুল কালো টাকা ও সম্পত্তি উদ্ধার হয় পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে। দুজনেই জেলে। নিয়োগ দুর্নীতির মামলায় একাধিক কর্মকর্তা জেলে। সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়। তাঁকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়।

   

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন,এবারের পঞ্চায়েত ভোটে জয়ী হবে তৃণমূলই।

দলের পদ থেকে অপসারণ করা হলেও তিনি যে দলের পাশেই আছেন, সোমবার আলিপুর আদালতে আরও এক বার বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements