Loksabha election 2024 : পদ্মে ফিরতেই বাহুবলী অর্জুন সিংকে বিশেষ সুবিধা দিল স্বরাষ্ট্রমন্ত্রক

Arjun Singh

পদ্মে ফিরতেই অর্জুন সিংকে বিশেষ সুবিধা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক তরফে জানানো হয়েছে যে, অর্জুন সিংকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। ভোটের মুখে ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগদান করেই তিনি পেয়ে গিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট এবার সেই সঙ্গে যুক্ত হলো কেন্দ্রীয় নিরাপত্তা বলয়।

Advertisements

প্রসঙ্গত বুধবার দুপুর পর্যন্তও অর্জুন সিংয়ের সঙ্গে রাজ্য পুলিশের নিরাপত্তা ছিল। অর্জুন যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, তখন থেকেই তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা পেয়ে আসছিলেন। তবে আবার ঘরবাপসি হতে না হতেই ফের একবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে থাকবেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী।

   

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে আপাতত ৬ জন জওয়ান অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পরবর্তী সময়ে এই ফোর্স বাড়ানো হবে জানা গিয়েছে।

Advertisements

অর্জুন সিং এই বিষয়ে সংবাদমাধ্যকে জানান,”জেড ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা আগেও ছিল। এখন আবার এসেছে। কেন্দ্রীয় সরকার আবার নিরাপত্তা দিয়েছে।”