মতুয়াদের ভোটাধিকার নিশ্চিত, অমিত শাহের ইঙ্গিত!

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)কলকাতা সফরকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল বঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রণকৌশল স্পষ্ট করতে এবং সংগঠনকে আরও…

amit-shah-west-bengal-bjp-meeting-matua-caa-strategy

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)কলকাতা সফরকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল বঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রণকৌশল স্পষ্ট করতে এবং সংগঠনকে আরও মজবুত করতে প্রায় ৪৮ ঘণ্টার সফরে সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছান শাহ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান বিধাননগরের বিজেপির রাজ্য দফতরে, যেখানে রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি।এই বৈঠকে মতুয়া সমাজ নিয়েও বিশেষ আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

Advertisements

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর হলেও এখনও বহু মতুয়া পরিবার নাগরিকত্ব ও ভোটার তালিকা সংক্রান্ত সমস্যায় ভুগছেন। বৈঠকে এই বিষয়টি অমিত শাহের সামনে তোলা হলে তাঁর তরফে ‘ইতিবাচক’ ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, যাঁরা এখনও নাগরিকত্ব পাননি, তাঁদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুসন্ধানের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিশেষ সম্মতির ছাড়পত্র দেওয়া যায় কি না, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।

   

নাসিকে ৬ বাংলাদেশি মহিলা-সহ ধৃত হামিদ করেছি, উদ্ধার জাল আধার

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন এই সফর বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বৈঠক শেষে সুকান্ত মজুমদার বলেন, “এ বার তৃণমূলের দম বন্ধ হয়ে আসা শুরু হয়েছে। অমিত শাহ এই সফরেই স্পষ্ট করে দেবেন বিজেপি বাংলাকে নিয়ে কী ভাবছে।” অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, “বাংলায় পরিবর্তন না হলে দেশ বাঁচবে না। সেই বার্তাই স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন।”

কলকাতায় পৌঁছেই তড়িঘড়ি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারী এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস নিয়ে তার কাছে অভিযোগ করেন বঙ্গ নেতৃত্ব। অনুপ্রবেশকারী ইস্যুতে অমিত শাহ সরাসরি মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করে অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলাচ্ছে কিন্তু মমতা বন্দোপাধ্যায় এই ব্যাপারে কোনও দায়িত্বই নেননি।

আর্টিকেল ৩৭০ র বিরোধিতা এবং CAA এর বিরোধিতা করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের নিয়ে আদৌ তার কোনও মাথা ব্যাথা নেই, এমনটাই অভিযোগ করেছেন অমিত শাহ। তার সঙ্গে তিনি মতুয়াদের যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের বিষয়ে ইতিবাচক ভূমিকা নেওয়ার কথাও জানিয়েছেন। কিভাবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে সে ব্যাপারে আরও বিস্তারে ভাবনা চিন্তা করার কথাও জানান স্বরাষ্ট্র মন্ত্রী।

Advertisements