Amit Shah: বৈঠকে শাহর ধমক খেতে তৈরি বঙ্গ বিজেপি নেতারা

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে কলকাতা এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নাড্ডাকে নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি নিউটাউনের হোটেল পৌঁছন শাহ। মঙ্গলবার…

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে কলকাতা এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নাড্ডাকে নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি নিউটাউনের হোটেল পৌঁছন শাহ। মঙ্গলবার সকালে নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে জোড়াসাঁকোর বরা শিখ সঙ্গত গুরুদ্বারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির সর্বভারতীয় সভাপতিও তাঁর সঙ্গে ছিলেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র পালের মতো বিজেপি নেতৃত্বকে শাহ-নাড্ডার পাশে দেখা গিয়েছে।সেখান থেকে সরাসরি কালীঘাট মন্দিরে গিয়ে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisements

জেপি নাড্ডা আগাগোড়া শাহের সঙ্গে ছিলেন। বিশেষ লাল গালিচা পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কালীঘাট মন্দিরে স্বাগত জানানো হয়। রাজ্য বিজেপির একাধিক শীর্ষনেতা তাঁদের সঙ্গে ছিলেন। বিজেপি মহিলার মোর্চার কর্মীরদের শাহ-নাড্ডার নামে স্লোগান তুলতে দেখা যায়। সেখান থেকে নিউটানের হোটেলে ফিরে যান তারা। কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব নেতৃত্বে মোট ১৬জন মিলে হবে আজকের বৈঠক। কোর কমিটির সকল সদস্যদের আহ্বান জানানো হয়নি। খুবই কনফিডেন্সিয়াল ব্যাপারে হবে বৈঠক মনে করছে বিশ্লেষকরা।

Advertisements

২০২১-র বিধানসভা নির্বাচনে বিজেপির ২০০ আসন জয়ের স্বপ্নে জল ঢেলে দিয়েছিলেন মমতার বন্দ্যোপাধ্যায়। তাঁর একার ক্ষমতার উপর ভর করে ২০০-র বেশি আসন পেয়ে তৃতীয়বারের জন্য সরকারে গড়ে তৃণমূল। লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। কিন্তু সাম্প্রতিক একাধিক সমীক্ষার ফলাফলে সেই সংখ্যার ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপির আসন সংখ্যা।

এই অবস্থায় মঙ্গলবার রাজ্য বিজেপি নেতৃ্ত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জেপি নাড্ডাও সেই বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। নিউটাউনের পাঁচতারা হোটেলে হবে প্রথম বৈঠকটি। সেখানে রাজ্য বিজেপির একাধিক শীর্ষনেতা ও সাংসদ-বিধায়করা উপস্থিত থাকবেন।

আলিপুরের কেন্দ্রীয় গ্রন্থগারে হবে দ্বিতীয় বৈঠক। সেখানে বিজেপির জেলা ও জোন নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন জেলার পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। সেই বৈঠকে বিজেপি নেতৃত্বেকে শাহ কী বার্তা দেন, সেটাই দেখার। আগামী তিন-চার মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপির নেতৃ্ত্বের সঙ্গে শাহ-নাড্ডার এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।