কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, ভয়ের রাজনীতি এবং অনুপ্রবেশের অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় এক জনবহুল সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে পশ্চিমবঙ্গ আজ জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনকে বাংলার জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে শাহ বলেন, “বিগত ১৫ বছরে বাংলার মানুষ শুধু ভয়, দুর্নীতি এবং অপশাসন দেখেছে। বিশেষ করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগের সৃষ্টি করেছে।”
অনুপ্রবেশ ও জাতীয় নিরাপত্তা
অনুপ্রবেশ ইস্যুকে সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করে শাহ বলেন, “বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ ঘটছে, তা কেবল এই রাজ্যের সমস্যা নয়, এটি এখন ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়। আমাদের দেশের সংস্কৃতি রক্ষা করতে হলে এখানে একটি দেশপ্রেমিক সরকার দরকার যারা সীমান্ত সিল করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পারবেন না, কেবল বিজেপিই এটা করতে পারে।”
তিনি আরও অভিযোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্কের স্বার্থে বাংলাদেশিদের অনুপ্রবেশে মদত দিচ্ছেন। আমরা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে পারছি না কারণ রাজ্য সরকার আমাদের জমি দিচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে আমরা কেবল অনুপ্রবেশকারীদের শনাক্তই করব না, তাদের দেশ থেকেও বের করে দেব।”
“১৫ এপ্রিলের পর নতুন সূর্যোদয়” Amit Shah on infiltration and security
২০২৬ সালের ১৫ এপ্রিলের পর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন নিশ্চিত দাবি করে অমিত শাহ বলেন, “এপ্রিলের পর বাংলায় ভয়, দুর্নীতি আর অপশাসনের অবসান ঘটবে। আমরা স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা গড়ে তুলব। বাংলার হারানো গৌরব, সংস্কৃতি এবং নবজাগরণ ফিরিয়ে আনাই হবে আমাদের মূল লক্ষ্য।”
তোলামবাজি ও দুর্নীতির অভিযোগ
রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নের চাকা স্তব্ধ করে দিয়েছে। মোদীজি যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো পাঠাচ্ছেন, তার সবকটি এখানে ‘তোলাবাজ সিন্ডিকেট’-এর শিকার হচ্ছে। বাংলার মানুষ এখন উন্নয়ন আর ঐতিহ্যের সরকার চায়।”
Kolkata: CityUnion Home Minister Amit Shah labels Mamata Banerjee’s government a “national security threat” in Kolkata.
