বিধানসভা ভোটের প্রস্তুতিতে তিনদিনের বঙ্গ সফরে অমিত শাহ

কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই আজ, সোমবার তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah West Bengal visit)। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

Amit Shah reveles 2026 Assembly Election time

কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই আজ, সোমবার তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah West Bengal visit)। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের পর ফের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে রাজ্যে। বিজেপি নেতৃত্বের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisements

দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। সেখান থেকে তিনি সরাসরি সল্টলেকের বিজেপির রাজ্য কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৭টা ৪৫ নাগাদ রাজ্য দফতরে পৌঁছে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেন। এই বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের শক্তি, বুথ স্তরের প্রস্তুতি এবং ভোটার সংযোগ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

   

রাজ্য দফতরের বৈঠক শেষে রাত ৯টা ৩০ মিনিট নাগাদ অমিত শাহ নিউটাউনের হোটেল তাল কুটিরে পৌঁছন। সেখানেই তাঁর রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, সকাল ১১টা ৫০ মিনিটে হোটেল তাল কুটির থেকে রওনা দিয়ে তিনি নিউটাউনের হোটেল অল্টএয়ারে পৌঁছন। বেলা ১২টা নাগাদ সেখানে সাংবাদিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি সূত্রের খবর, এই সাংবাদিক বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন তিনি।

সাংবাদিক বৈঠকের পর দুপুর ২টা থেকে হোটেল অল্টএয়ারেই দলের সাংগঠনিক বৈঠকে বসেন অমিত শাহ। বিকেল ৪টা ৫ মিনিট নাগাদ তিনি মানিকতলার গোয়াবাগানের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে দলের সমন্বয় বৈঠকে অংশ নেন তিনি। ওই বৈঠকে বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ তিনি ফের হোটেল তাল কুটিরে ফিরে যান।

সফরের শেষ দিন বুধবার, ৩১ ডিসেম্বর, সকাল ১০টা ৫৫ মিনিটে হোটেল তাল কুটির থেকে রওনা দিয়ে কলকাতার ইসকন মন্দিরে পৌঁছন অমিত শাহ। সেখানে বিশেষ প্রার্থনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। ধর্মীয় কর্মসূচি শেষে দুপুর ১২টা থেকে তিনি ফের হোটেল অল্টএয়ারে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন।

দুপুর ২টা নাগাদ সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠককে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বুথ স্তরের সংগঠন মজবুত করা এবং কর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে দিকনির্দেশ দেন তিনি।

বিকেল ৩টা ২০ মিনিট নাগাদ সায়েন্স সিটি থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ। বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।

Advertisements