কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনকে মাথায় (Amit Shah)রেখে তিন দিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কার্যালয়ে আজ করলেন বিশেষ সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে বাবরি মসজিদ নিয়ে কথা উঠলে শাহ বলেন মন্দির-মসজিদ নিয়ে রাজনীতি করছে তৃণমূল এবং তৃণমূল থেকে বেরিয়ে আসা একজন বিধায়ক। বাবরি মসজিদ নির্মাণ হলে বাংলায় শান্তি বিঘ্নিত হবে এই প্রশ্নের উত্তরে সযত্নে প্রসঙ্গ এড়িয়ে শাহ বলেন মন্দির-মসজিদ ছাড়াও বাংলায় আরও অনেক সমস্যা রয়েছে।
বেকারত্ব, মেয়েদের নিরাপত্তা, অনুপ্রবেশ এই প্রসঙ্গ তুলে বাবরি মসজিদ নিয়ে এড়িয়ে যেতে চাইলেন অমিত শাহ। শাহের বাবরি প্রসঙ্গ এড়িয়ে যাওয়াকে ইস্যু করে রাজনৈতিক মহলের একাংশ মন্তব্য করেছেন বাংলায় নির্বাচনের আবহে ধর্মীয় ব্যাপারে মুখ খুলতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে নির্বাচনের আগে জন মানসে বিজেপির বিরুদ্ধে যে মেরু করণের অভিযোগ রয়েছে তার বিপরীত প্রভাব পড়তে পারে।
‘খেলা হবে’ অতীত, ছাব্বিশে এল নতুন স্লোগান! কী বললেন মমতা?
শাহের আগমনে বিধানসভার প্রার্থী বাছাইতেও শুরু হয়েছে কাট ছাট। সূত্রের খবর, ২৯৪টি বিধানসভা আসনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই হাজারেরও বেশি জীবনপঞ্জি জমা পড়েছে বিজেপির কাছে। উল্লেখযোগ্যভাবে, গতবারের মতো এই জীবনপঞ্জিগুলি কোনও প্রভাবশালী নেতার হাতে নয়, বরং সরাসরি রাজ্য বিজেপি দফতরের অফিস সম্পাদকের কাছে জমা নেওয়া হয়েছে।
এতে করে প্রার্থী বাছাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।প্রার্থী বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় নিয়মিত নজর রাখছেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং তাঁর সহকারী বিপ্লব দেব। প্রায় প্রতি সপ্তাহেই তাঁরা রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে সম্ভাব্য প্রার্থীদের নাম, এলাকার বাস্তব পরিস্থিতি ও সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনা করছেন।
পাশাপাশি বিভিন্ন পেশাদার সমীক্ষক সংস্থার রিপোর্টও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি সূত্রে জানা গেছে, অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকার সময় থেকেই সমীক্ষা সংস্থার রিপোর্টের ওপর জোর দেওয়া শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের প্রবণতা আরও বেড়েছে। সেই অনুযায়ী, বিধানসভা-ভিত্তিক অন্তত তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠানো হচ্ছে।
