Loksabha election 2024:ভোট প্রচারে এসে অমিত শাহের মুখে কেষ্টবুলি! কী বললেন জানুন

amit-shah-north-block-home-ministry-office-receives-bomb-threat-email-bomb-disposal-team-dispatched

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কেষ্ট নাম! ভোট প্রচারে বাংলায় এসে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের মুখে অনুব্রত মন্ডলের নাম! কিন্তু কেন? শুক্রবার ভোটপ্ৰচারে বাংলায় এসেছিলেন তিনি। শুক্রবার রামপুরহাটে নির্বাচনী জনসভা থেকে শাহ বললেন, ”এখানকার একজন তিহাড় জেলে হাওয়া খাচ্ছেন। গরু, কয়লা, বালি পাচার এখনও যাঁরা করে চলেছেন, তাঁরা শুধরে যান। নইলে তাঁদের অবস্থাও অনুব্রতর মতো হবে।” তিনি কি পরোক্ষ ভাবে তৃণমূলকে হুমকি দিয়ে গেলেন? উঠেছে প্রশ্ন। তবে এতদিন বাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কেষ্ট নাম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ।

প্রসঙ্গত বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে রামপুরহাটে ভোটপ্রচার করতে গিয়ে অমিত শাহর  মুখে শোনা গেল অনুব্রতর নাম। জনসভায় তাঁর স্পষ্ট বার্তা, ”গরু পাচারের অভিযোগে এখানকার একজন গ্রেপ্তার হয়ে তিহাড় জেলে বন্দি। জেলের হাওয়া খাচ্ছেন। এখনও গরু, কয়লা, বালি পাচার যাঁরা করে চলেছেন, তাঁরা শুধরে যান। অনুব্রত মণ্ডল এখানে অবৈধ কারবার চালাতেন। বীরভূমে ভয় দেখাতে বোমাবাজি চলে। কয়লা, গরু, বালি পাচার সব হচ্ছে তৃণমূলের আমলে।এসব সিন্ডিকেট দিয়ে ভোটে জিততে পারবে না তৃণমূল।”

   

প্রায় দুবছর হয়ে চলল জেলবন্দি অনুব্রত মন্ডল। তাঁকে ছাড়া এই বছর লোকসভা ভোটে তৃণমূলের অনেকেই তাঁকে ‘মিস’ করছেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও কেষ্ট নাম। এছাড়াও শতাব্দীর মুখেও শোনা গিয়েছিল অনুব্রত মন্ডলের নাম। এইবার তাঁর গড়ে এসে হুঁশিয়ারি দিয়ে গেলেন অমিত শাহ। যদিও কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে ভোট মিটলেই কেষ্টকে ছেড়ে দেওয়া হবে। ভোটের কাজ যাতে না করতে পারে সেই জন্যই তাঁকে বন্দি করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন