কলকাতার নামী হাসপাতালের অপারেশন টেবিলে রোগীর শ্লীলতাহানির অভিযোগ! তদন্তে পুলিশ

famous hospital in Kolkata

গলব্লাডারের সমস্যা নিয়ে কলকাতার (Kolkata) এক নামী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মহিলা। অপারেশন টেবিলে ওই রোগীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন বছর চল্লিশের ওই মহিলা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

রোগিনীকে অপারেশন থিয়েটারে ঢোকানোর পর তাঁকে অচৈতন্য করে অপারেশন করা হয়। সেই অবস্থায় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশকে ওই মহিলা জানান, “বুঝতে পারছিলাম আমার ডানদিকে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমার শরীরে হাত দিচ্ছে। ভীষণ ব্যথাও পাই। যখন পুরোপুরি জ্ঞান ফেরে তখন বুঝতে পারি বিষয়টা। এমনকী আমার গোপনাঙ্গে কালশীটের দাগও রয়েছে।”

   

পুলিশ সূত্রে খবর, গলব্লাডারে অস্ত্রোপচারের জন্য বাইপাসের ধারের এক নামী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার সকালে তাঁকে কেবিন থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর অস্ত্রোপচারের জন্য তাঁকে অচৈতন্য করা হয়। ঘণ্টা দুয়েক পর অস্ত্রোপচার শেষ হয়। অ্যানাস্থেশিয়া দেওয়ার কারণে তখনও ঘোরের মধ্যে ছিলেন তিনি। সেই অবস্থাতেই অনুভব করেন, কেউ একজন তাঁর শরীরের গোপনাঙ্গে আপত্তিকর ভাবে স্পর্শ করছে।

ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকেও বিষয়টি নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। ঘটনার কথা স্বীকার করে নিয়ে তদন্তের কথাও জানিয়েছে বেসরকারি হাসপাতালটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন