CPIM: ওটা ভাইপো না ভেঁপো …সবাই জেলে যাবে: সেলিম

Md Selim

দলীয় যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ থেকে CPIM রাজ্য সম্পাদকের নিশানায় মমতা ও অভিষেক। রাজ্যে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওটা ভাইপো না, ভেঁপো, বলা ভালো ডেপো। লালু বালু কালু সবাই জেলে যাবে।

‘পঞ্চায়েতে ট্রেলার দেখিয়েছি’ লোকসভায় মমতাকে হুঁশিয়ারি সেলিমের।

   

লক্ষ লক্ষ যুব প্রজন্মের সামনে ব্রিগেডের সমাবেশ থেকে সেলিম বলেন, ‘যদি যুবদের হাতে কাজ দেওয়া যা, তাহলে তারা হিমালয়ের বরফ প্রতিটি মানুষের বাড়িতে জল পৌঁছে দিয়ে আসতে পারে। তার জন্য নীতি লাগে। ওরা বলল দুর্নীতিতেই হয়ে যাবে। এখানেই দাঁড়িয়ে কেউ কেউ বলবে, লোক তো হল, ভোটটা কোথায়?’

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুষিয়ে দেব, বাংলার মানুষ বলছেন তোমায় আর পোষাতে হবে না, তুমি নিজের ভাইপোকে পোষাতেই ফতুর হয়ে যাবে। যে মমতা বলেছিল যোজনা কমিশনের বৈঠকে যাই না। তিনি একটা ডাক পেয়েই চলে গেলেন,’ তৃণমূল নেত্রীকে তীব্র নিশানা করেছেন সেলিম। তিনিজ বলেন বিজেপির ধর্মবিভেদ রাজনীতিতে তৃণমূলের সরাসরি ইন্ধন আছে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন