Weather: বৃষ্টিতেই বিশ্বকর্মা পুজো

Weather: সোমবার বিশ্বকর্মা পুজো। একমাস পরে মহালয়া। তাই জমজমাট পুজোর বাজার। এর মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে কলকাতা ও আশপাশের এলাকায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী,…

Weather: সোমবার বিশ্বকর্মা পুজো। একমাস পরে মহালয়া। তাই জমজমাট পুজোর বাজার। এর মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে কলকাতা ও আশপাশের এলাকায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে চলেছে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।এরপর ক্রমশ বৃষ্টি কমবে। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে। শনিবার ও রবিবার তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তিতে জেরবার হবে মানুষ। সোমবার থেকে ফের চলবে বৃষ্টির তাণ্ডব। এরপর বুধবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২ মিমি।

বিজ্ঞাপন

আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার ওপরে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করে জয়সল থেকে কোটা, গুনা, নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে ওড়িশার সম্বলপুর ও গোপালপুর এলাকার মধ্যে দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও হরিয়ানা ও সংলগ্ন এলাকার ওপরে একটি এবং উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।