Weather: আজ বিশ্বকর্মা পুজোর দিন মাটি হতে পারে ঘুড়ি ওড়ানো! ধেয়ে আসছে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ ভিজতে চলেছে মহানগরী। আজ বিশ্বকর্মা পুজোর দিনে কলকাতা সহ শহরতলি সকাল থেকেই মেঘাচ্ছন্ন। কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisements

হাওয়া মোরগ জানিয়েছে যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্বকর্মা পুজোর দিনে একটানা বৃষ্টি হতে পারে। ফলে মাটি হতে পারে ঘুড়ি ওড়ানো। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisements

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলেই বৃষ্টি হবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার আরও বাড়তে পারে এই বৃষ্টি বলে সতর্ক করা হয়েছে।