HomeWest BengalKolkata Cityবিকেলে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা

বিকেলে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা

- Advertisement -

কলকাতা, হাওড়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার দিকে ধেয়ে আসছে ঝড়। হাওয়া মোরগ সূত্রে জানা গিয়েছে যে আগামী কয়রেক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

   

এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন ৫ ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রা কমতে পারে। কয়েক জেলায় মেঘলা আকাশ থাকার জন্য তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা প্রবেশ করেছেন। রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অপরদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শনিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ ও কাল (আগামী ৪৮ ঘণ্টা) রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular