Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata Cityএকাধিক জেলায় বৃষ্টির লাল সতর্কতা

একাধিক জেলায় বৃষ্টির লাল সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি। গতকাল রাত থেকে এক নাগারে এখনও পর্যন্ত বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। রাজ্যের বেশ কিছু জায়গায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন বেশ কয়েকটা রাজ্যে ভারী বৃষ্টির দেখা মিলবে যেমন – অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং অন্যান্য রাজ্যও।

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে বর্ষাকালেই নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের মতে আগামী তিন দিন টানা বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে বিচ্ছিন্ন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisements

অপরদিকে কলকাতায় আগামী এক থেকে দু’ঘণ্টায় একটানা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১-২ ঘণ্টায় একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে সতর্কতা।কলকাতা-সহ সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতেও। মৌসুমী অক্ষরেখা কলকাতার কাছাকাছি অবস্থান করছে। এর ফলেই সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, মুষলধারে বৃষ্টি হচ্ছে শহরের নানা প্রান্তে। উত্তরবঙ্গে জারি করা হয়ে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments