HomeBusinessজলের দাম চড়ুন বিমানে! বিরাট অফার আনল Air India Express

জলের দাম চড়ুন বিমানে! বিরাট অফার আনল Air India Express

- Advertisement -

বিমানে ওঠার স্বপ্ন প্রায় সবারই থাকে। কিন্তু টিকিটের আগুন দামের কারণেই সেই স্বপ্ন অনেক সময়ই বাস্তবে পরিণত হয় না। যাত্রীদের কথা মাথায় রেখেই এবার বিরাট অফার আনল Air India Express। মাত্র ১৯৪৭ টাকা থাকলেই আপনি উঠতে পারবেন বিমানে। ‘ফ্রিডম সেল’ উপলক্ষে এই অফার চালু করল জনপ্রিয় এই সংস্থাটি।

স্বাধীমতা ৭৭ বছর পূর্তি উপলক্ষেই এহেন নজরকাড়া অফার আনা হয়েছে। এই সেলের আওতায় এক্সপ্রেস লাইট ফেয়ার শুরু হবে মাত্র ১৯৪৭ টাকা থেকে। Air India Express এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফার মিলবে। চলতি বছর অগস্টের ৫ তারিখ অবধি টিকিট বুক করা যাবে। আর যাত্রা করতা যাবে ৩০ সেপ্ট্ম্বর পর্যন্ত।

   

ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, উভয় ক্ষেত্রেই এই অফার মিলবে। দিল্লি-জয়পুর, বেঙ্গালুরু-গোয়া এবং দিল্লি-গোয়ালিয়রের মতো জনপ্রিয় রুটগুলিতে স্বল্পদামে টিকিট মিলবে। ১৫টি আন্তর্জাতিক এবং ৩২টি ডোমেস্টিক রুটে ‘ফ্রিডম সেল’ এর আওতায় সস্তায় টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছে Air India Express।

কার্গিল যুদ্ধের ২৫ বছর উপলক্ষ্যে স্পেশাল এডিশনের রনিন ২২৫ আনল টিভিএস

এয়ারলাইনের ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা গ্রাহকরা জিরো-চেক-ইন ব্যাগেজ এক্সপ্রেস লাইট ভাড়ার অ্যাক্সেস পাবেন। এই ভাড়ায় বিনা খরচে অতিরিক্ত ৩ কেজি কেবিন ব্যাগেজ প্রি-বুক করার বিকল্পও রয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অন্তর্দেশীয় ফ্লাইটে ১৫ কেজির জন্য ১০০০ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে ২০ কেজির জন্য ১৩০০ টাকার চেক-ইন ব্যাগেজ লাগবে।

শিক্ষার্থী, সিনিয়র সিটিজেন, এসএমই, ডাক্তার ও নার্স, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য বিমান সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা হলে বিশেষ ছাড়ে ভাড়াও পাওয়া যাবে। এক্সপ্রেস বিজ ভাড়া সমস্ত নতুন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বোয়িং 737-8 বিমানগুলিতে উপলনব্ধ, যা বিজনেস ক্লাসের সমতুল্য হিসাবে কাজ করে।

একমাসে দু’বার, ফের বাড়ল দুধের দাম, চাপ বাড়ল মধ্যবিত্তের

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular