মন্ত্রিসভার বৈঠকে নিষেধ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার আগে কড়া নির্দেশ মমতার

West Bengal CM Accuses Centre of Misusing SIR, NRC to Create Fear Among Citizens

কলকাতা: মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধনী অভিযান বা এসআইআর (Special Intensive Revision)। এই প্রক্রিয়ার আগে রাজ্যের মন্ত্রীদের উদ্দেশে কঠোর বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক সূত্রে খবর, নবান্নে সোমবার বিকেলের রাজ্য মন্ত্রিসভার বৈঠকের আগেই মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যতদিন পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলবে, ততদিন রাজ্যের প্রতিটি মন্ত্রীকে নিজের জেলা এবং বিধানসভা এলাকায় অবস্থান করতে হবে।

Advertisements

ভোটার তালিকার এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া মঙ্গলবার থেকেই কার্যত মাঠে নেমে কাজ শুরু করবে। বুথ লেভেল অফিসার বা বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার যাচাই এবং সংশোধনের কাজ করবেন। তাঁদের হাতে ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে এনুমারেশন ফর্ম। ভোটারদের বর্তমান ঠিকানা, বয়স, পরিচয়পত্র ও পরিবারভুক্ত ভোটারদের তথ্য মিলিয়ে দেখা হবে। এই প্রক্রিয়ায় ভুলত্রুটি সংশোধন ও নতুন নাম অন্তর্ভুক্ত করা হবে।

   

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অনেক মন্ত্রীকে নবান্নের বৈঠকে উপস্থিত না থেকে এলাকায় থেকেই প্রশাসনিক নজরদারির দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বিশেষ করে যেসব মন্ত্রী কলকাতার বাইরে থাকেন, তাঁদেরই এলাকায় সক্রিয় থাকার নির্দেশ পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “গণতন্ত্রের ভিত্তি হল সঠিক ভোটার তালিকা। কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।”

এই নির্দেশকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। কারণ, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন ক্রমেই বাড়ছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এসআইআর প্রক্রিয়ার নামে কেন্দ্রীয় সংস্থা বা নির্বাচনী কমিশন প্রশাসনিক হস্তক্ষেপ করছে। অপরদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল ভোটার তালিকাকে নিজের সুবিধেমতো সাজাতে চাইছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দুপুরে কলকাতার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় দলের পক্ষ থেকে ডাকা হয়েছে বড় মিছিল। জানা গিয়েছে, মিছিলটি শুরু হবে আম্বেদকর মূর্তির কাছ থেকে এবং শেষ হবে জোড়াসাঁকোতে। এই মিছিলে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের একাধিক শীর্ষ নেতা-নেত্রী এবং যুব মোর্চার কর্মীরাও উপস্থিত থাকবেন।

Advertisements

রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের কাজকে নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব জেলার প্রশাসনকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বুথ এলাকায় নজরদারির জন্য নিয়োজিত থাকবেন স্থানীয় পর্যবেক্ষকরা। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, স্থানান্তরিত ভোটারদের তথ্য আপডেট করা এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে তাঁর ‘গ্রাউন্ড-অ্যাকশন’ কৌশল। তিনি চান মন্ত্রীরা সরাসরি মানুষের মধ্যে গিয়ে প্রশাসনিক কাজের তদারকি করুন, যাতে কোনো ভুল তথ্য বা অভিযোগ সামনে না আসে।

আগামী কয়েক সপ্তাহ রাজ্যের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সঙ্গে রাজনৈতিক উষ্ণতাও বহাল থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একদিকে এসআইআর প্রক্রিয়ার মাঠ পর্যায়ের কাজ শুরু হবে, অন্যদিকে রাজপথে নামবে শাসকদল তৃণমূল— দু’দিকেই থাকবে নজর।