HomeWest BengalKolkata CityAgnimitra Paul: ফের একবার করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল

Agnimitra Paul: ফের একবার করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল

- Advertisement -

নিউজ ডেস্ক : এই নিয়ে তিনবার করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল। (Agnimitra Paul)   বৃহস্পতিবার নিজেই ট্যুইট করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক এ কথা জানান। ট্যুইটে লেখেন, ‘কোভিড পরীক্ষার ফল পজিটিভ। এই নিয়ে তৃতীয়বার। কিন্তু ভয়ের কিছু নেই। আমি ভালো আছি। কোভিডের বিধিনিষেধ মেনে চলব। আশা করছি শীঘ্রই কাজে যোগ দেব। কোভিড খুব দ্রুত ছড়াচ্ছে। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। দূরত্ববিধি মেনে চলুন। গত তিন দিনে আন্দামানে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের কোয়ারেন্টিনে যাওয়ার আবেদন জানাচ্ছি।’

   

অগ্নিমিত্রা ছাড়াও তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়, কৌস্তভ চট্টোপাধ্যায় এবং কলকাতার জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। সকলেই করোনা ভ্যাকসিনের ২টি করে ডোজ নিয়েছিলেন।

এদিকে রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১৪,০২২ জন। গতকালের তুলনায় একদিনে সংক্রমণ বাড়ল ৫ হাজারের বেশি।  ১৭ জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ৬১৭০। কলকাতায় কনটেনমেন্ট জোন বেড়ে হল ৪৮। উঃ ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ২৫৪০।  

<

p style=”text-align: justify;”> 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular