Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata CityTMC: আগামী ১০ মার্চ জনগর্জন সভা, 'খেলা হবে', বিশেষ ইঙ্গিত অভিষেকের

TMC: আগামী ১০ মার্চ জনগর্জন সভা, ‘খেলা হবে’, বিশেষ ইঙ্গিত অভিষেকের

- Advertisement -

দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা ভোট (Loksabha Vote 2024)। আর এই লোকসভা ভোটকে পাখির চোখ করে বড় পদক্ষেপ নিল তৃণমূল দল (TMC)। ফের একবার ব্রিগেড চলোর ডাক দিল শাসক দল তৃণমূল। আজ রবিবার নিজেই টুইট করে সে কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তিনি আজ প্রথমেই লেখেন, ‘খেলা হবে।’ তারপর অভিষেকের টুইট অনুযায়ী, আগামী ১০ মার্চ সকলকে ব্রিগেড চলোর ডাক দেওয়া হয়েছে। কারণ সেদিন ব্রিগেডের মাঠে হবে তৃণমূলের জনগর্জন সভা।

   

তৃণমূলের (TMC) বক্তব্য অনুযায়ী, বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ, সেইসঙ্গে বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো। এই হাইভোল্টেজ সভায় উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে খবর। এই ব্রিগেডের মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো কিছু বড় ঘোষণা করতে পারেন বলে খবর।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular