HomeWest BengalKolkata CityRainfall: কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু, সঙ্গী ঝোড়ো হাওয়া

Rainfall: কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু, সঙ্গী ঝোড়ো হাওয়া

- Advertisement -

ফের একবার মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি (Rainfall) নামল। সকালে আকাশের মতিগতি দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে হয়তো আজ শনিবার বৃষ্টি হবে না, বরং আরও খানিকটা তাপমাত্রা বাড়বে।

কিন্তু দুপুর হতেই আচমকা বদলে গেল শহরের আবহাওয়া। আকাশ কালো করে ঝমঝমিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামল। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। আজ শনিবার পশ্চিমবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও এদিন মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

   

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী সপ্তাহ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর-পশ্চিম রাজস্থানের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ আসাম পর্যন্ত মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে উত্তর বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। যে কারণে এহেন দফায় দফায় ঝড়-বৃষ্টি হচ্ছে বাংলাজুড়ে। 

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular