নারকেলডাঙ্গার পর এবার তারাতলা: পুড়ে ছাই ঝুপড়ি: ঘটনাস্থলে মেয়র

after-narakeldanga-another-shack-reduced-to-ashes-in-new-alipore-mayor-at-the-scene

সদ্য ঘটে গেছে নারকেলডাঙার মর্মান্তিক ঘটনা এবার ঘটলো তারাতলাতে । তারাতলার কেপিটি কলোনিতে ভস্মীভূত হয়ে গেলো আস্ত ঝুপড়ি। সোমবার সন্ধে ৭ টা নাগাদ এই আগুন লাগে বলে জানা গেছে। দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও কার্যত পুড়ে ছাই হয়ে গেছে ওই ঝুপড়ি।

Advertisements

আগুন নিয়ন্ত্রণে এলেও কোনো কোনো জায়গাতে এখনো আগুন জ্বলছে, যা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। স্থানীয় সূত্রের খবর দুটি সিলিন্ডার ফেটে এই আগুন লাগে। দমকল কর্মীরা অভিযোগ করেছেন ২৫ টি পরিবার ওখানে বেআইনি ভাবে বসবাস করছিলো এবং সেখানে মজুত ছিল প্রচুর দাহ্য পদার্থ যা থেকে আগুন লাগার সম্ভবনা থাকে।

   

এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝুপড়ি বাড়িগুলোর পুরানো কাঠামো আগুনের তীব্রতায় দ্রুত ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতই ছিল যে, কিছু সময়ের জন্য পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়, যা প্রায় সকলকে আতঙ্কিত করে তোলে।

Advertisements

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “এই ধরনের দুর্ঘটনা রোধ করতে সবার সচেতনতা জরুরি। দমকল বাহিনী এবং পৌর কর্তৃপক্ষ এই পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তবে সঠিকভাবে পরিকল্পনা করে এ ধরনের বসতি নির্মাণ বন্ধ করা উচিত।” “তবে দেখতে হবে বারে বারে ঝুপড়ি গুলোতেই কেন আগুন লাগছে। “

এছাড়া, প্রশাসন এখন পুরো পরিস্থিতির তদন্ত শুরু করেছে এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হবে। যেহেতু এটি বেআইনি বসবাসের জায়গা ছিল, তাই প্রশাসন ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।