
এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এসএসসি কাণ্ডে নয়া মোড়, ইডির পর এবার সিবিআই হেফাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার এমনটাই জানাল আলিপুরের সিবিআই-এর বিশেষ আদালত।
১২ সেপ্টেম্বর অবধি সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। এদিন আদালতে CBI দাবি করেছে, নিয়োগ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হলেন পার্থ চট্টোপাধ্যায়। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
শুক্রবার আলিপুর আদালতে সশরীরে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের তরফে দাবি করা হয়, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ৪০০ জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। বেশ কয়েকজন আধিকারিক যুক্ত রয়েছেন দুর্নীতির সঙ্গে। তাই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করছে সিবিআই।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন








