HomeWest BengalKolkata City‘আসুক যত বৃষ্টি ঝড়, জাস্টিস ফর আর জি কর’! বৃষ্টি উপেক্ষা করেই...

‘আসুক যত বৃষ্টি ঝড়, জাস্টিস ফর আর জি কর’! বৃষ্টি উপেক্ষা করেই ফের রাত দখল দেখল কলকাতা

- Advertisement -

গত পাঁচদিন ধরে স্বাস্থ‌্য ভবনের সামনে পাঁচ দফা দাবি নিয়ে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা(junior Doctors Protest)। যদিও শনিবার সকালে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও বরফ গলেনি তা বলাই চলে। এরপর হবু ডাক্তারেরা ফের ইমেল পাঠান নবান্নে। তারপরই পাল্টা ইমেল পাঠানো হয় নবান্ন থেকে।

বলা হয়, কালীঘাটেই আন্দোলনকারীদের সঙ্গে ফের বৈঠক করবেন মমতা বন্দ‌্যোপাধ‌্যায়। রাজি হন চিকিৎসকেরা। সেই মতো আন্দোলনকারীরা কালীঘাটে পৌঁছে যান। কিন্তু সেখানে গিয়েও ভেস্তে যায় বৈঠক। কারণ লাইভ স্ট্রিমিং-এ অনুমতি মেলেনি।

   

এরপরই  বৈঠক ভেস্তে যাওয়ার হতাশা নিয়ে শুরু হয়েছিল জমায়েত। তা রাতেই দ্রুত পাল্টে গেল টালা থানার প্রাক্তন ওসি গ্রেফতার হওয়ার খবরে। ডাক্তারেরা ১৪ সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক দিয়েছিলেন। আর সেই ডাকে সামিল হন বহু মানুষ।

বৃষ্টি উপেক্ষা করেই শনিবার রাত সাড়ে ১০টায় যাদবপুর এইট বি-র মোড়ে দাঁড়ানো প্রতিবাদী তরুণী বলছিলেন, ‘‘প্রমাণ লোপাটের তত্ত্ব অন্তত প্রমাণ হল। ওসি হয়তো কারও কথায় কাজ করেছিলেন। এ বার নিশ্চয়ই ঝুলি থেকে অকেই বেরোবে।’’ শ্যামবাজারের চিত্রটাও ছিল এক। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় স্লোগান উঠছে, ‘আসুক যত বৃষ্টি ঝড়, জাস্টিস ফর আর জি কর’!

যাদবপুর বা শ্যামবাজার ছাড়া দমদম নাগেরবাজারের মোড়, সিঁথির মোড়েও হল ফের এক রাত দখ। স্লোগানের পাশাপাশি এও শোনা গিয়েছে। টালা থানার ওসিকে সিবিআই গ্রেফতার করেছে খবর পেয়েই তাহলে মুখ্যমন্ত্রী বৈঠক ভেস্তে দিলেন।

 

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular