Monday, December 8, 2025
HomeWest BengalKolkata Cityকুন্তলের ডায়েরির সূত্র ধরে ইডির দফতরে ডাক মন্ত্রী চন্দ্রনাথের

কুন্তলের ডায়েরির সূত্র ধরে ইডির দফতরে ডাক মন্ত্রী চন্দ্রনাথের

- Advertisement -

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা হুগলির কুন্তল ঘোষ। তাঁর ডায়েরি থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অজানা ব্যক্তির নাম পাওয়া গেছে।

সেই ডায়েরিতেই এবার পাওয়া গেল রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের (Chandranath Sinha) নাম। তাঁর নাম পাওয়ার পরেই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। ইডির সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে তাঁকে আজকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে।

   

ইডির তলব পাওয়ার পরেই বুধবার সকালে ইডির দফতরে হাজির হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মূলত, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রেই সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি অখিল গিরি মন্ত্রিত্ব ছাড়ার পরে তাঁর হাতে থাকা কারা দফতরের দায়িত্বও রাজ্য সরকার দিয়েছিল চন্দ্রনাথ সিংহকে।

এবার কুন্তল ঘোষের ডায়েরিতে তাঁর নামের উল্লেখ পাওয়ার পরে ইডির দফতরে তাঁর ডাক পড়ল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular