HomeWest BengalKolkata Cityনিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা! নিউ টাউনে মৃত মহিলা স্কুটি চালক

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা! নিউ টাউনে মৃত মহিলা স্কুটি চালক

- Advertisement -

কলকাতা: সপ্তাহের শুরুতেই দুর্ঘটনা৷ সোমবার সাত সকালে নিউ টাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্কুটি চালক এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুচিত্রা দেবনাথ (৩৩)। ওই মহিলা পাটুলির বাসিন্দা। (Accident in New Town)

ইকো পার্ক দু’নম্বর গেটের কাছে দুর্ঘটনা Accident in New Town

সোমবার সকালে ইলেকট্রিক স্কুটি নিয়ে বেরিয়েছিলেন সুচিত্রা৷ বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় সময় ইকো পার্ক দু’নম্বর গেটের কাছে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ ডিভাইডারে ধাক্কা মেরে পড়ে যান৷ গুরুতর হত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা৷ তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তাঁর স্কুটির গতিবেগ কত ছিল, মাথায় হেলমেট ছিল কি না, সেই সব দিকও খতিয়ে দেখা হচ্ছে।

নিউ টাউনে একধিক দুর্ঘটনা Accident in New Town

গত কয়েক দিনে বারবার দুর্ঘটনার সাক্ষী থেকেছে নিউ টাউন৷ সাপুরজি এলাকায় বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে এক করুণীর৷ যিনি পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। আবার নিউ টাউনের গৌরাঙ্গনগরে বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ওষুধ ডেলিভারি কর্মীর। সাপুরজি এলাকায় দুর্ঘটনা আরও রয়েছে৷ সম্প্রতি  নদিয়ার বাসিন্দা ম্যাকনালি দাস নামে এক যুবতীর দুই বন্ধুর সঙ্গে বাইকে চেপে ফিরছিলেন৷ সেই সময় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। মৃত্যু হয় তাঁর৷ 

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular