HomeWest BengalKolkata Cityকেন্দ্রের কোনও ইতিবাচক পদক্ষেপের আশা নেই বাংলার জন্য! দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রের কোনও ইতিবাচক পদক্ষেপের আশা নেই বাংলার জন্য! দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

- Advertisement -

কেন্দ্রীয় বাজেটের আলোচনা শুরু হতে চলেছে, তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাজেটে পশ্চিমবঙ্গের জন্য ভালো কিছু আশা করা বৃথা। তিনি দাবি করেছেন, সরকারের পক্ষ থেকে রাজ্যের জন্য কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি বা প্রকল্প আসবে না। বাজেট অধিবেশনের প্রথম পর্ব মাত্র দু’সপ্তাহ স্থায়ী হবে, আর এই সময়েই তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদের দুই কক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করতে প্রস্তুত।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি এই বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হওয়ার আগে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তৃণমূল সাংসদরা সরব হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সংসদীয় অধিবেশনে তারা মূলত চারটি ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলবেন। এগুলির মধ্যে অন্যতম হল— কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে বাংলার যথাযথ তহবিল বরাদ্দ না করা, রাজ্যের নাম পরিবর্তন, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি প্রদান এবং পেট্রোল-ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হ্রাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

   

এছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদের দুই কক্ষে এই ইস্যুগুলি নিয়ে বার বার নোটিস দেবেন এবং মোদী সরকারের কাছে তাদের দাবি তুলে ধরবেন। তারা নিজেদের বক্তব্যের মাঝে এসব ইস্যু তুলে ধরে সরকারের কাছে সঠিক জবাব চাইবেন। এই পদক্ষেপের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে আরও বেশি সক্রিয় হতে চাইছে।

আজকের দিনের মধ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিল্লি পৌঁছানোর আগে, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “বাজেট অধিবেশন নিয়ে কোনো ভালো কিছু আশা করার প্রয়োজন নেই। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের জন্য কোনও নতুন কিছু আসবে না।” তার মতে, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি সঠিক মনোভাব প্রদর্শন না করলে, রাজ্যবাসীর জন্য আগামী দিনে কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছেন, বাংলাকে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাংসদরা রাজ্যের উন্নয়ন এবং মানুষের স্বার্থে কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন। তৃণমূলের এই অবস্থান সুরক্ষিত রাখার জন্য দলীয় নেত্রীর নির্দেশ মেনে সংসদে সক্রিয় ভূমিকা নেবে তারা।

রাজ্যের প্রতি কেন্দ্রের অবিচারের বিষয়টি আরও তুলে ধরতে চাইছেন অভিষেক, যার ফলে তৃণমূল কংগ্রেসের সংসদীয় আন্দোলন আগামী দিনগুলোতে কেন্দ্রের কাছে আরও কঠোর প্রশ্ন রাখবে বলে মনে করা হচ্ছে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular