HomeWest BengalKolkata Cityরুজিরার ভারত ছাড়ার বাধা কাটাতে আদালতে অভিষেক

রুজিরার ভারত ছাড়ার বাধা কাটাতে আদালতে অভিষেক

- Advertisement -

স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটক করার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন।

সোমবার সকালে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার পথে দমদম বিমানবন্দরে আটকানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে আটকানো হয় বলে অভিযোগ। আর ঠিক এই কারণেই আদালত অবমাননার মামলা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

সোমবার সকাল ৭ নাগাদ বিমানবন্দরে পৌঁছান রুজিরা। তার পর আটকানো হয়। রুজিরার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। জেরার মুখে পড়েছিলেন তিনি। থাইল্যান্ডের নাগরিক ও ভারতীয় বংশজাত রুজিরা বিবাহসূত্রে তৃ়ণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী। কলকাতা বিমান বন্দরের ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে রুজিরাকে আটকে দেন অভিবাসন কর্মীরা। বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না।

সূত্রের খবর, ইডির একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার নোটিশ রয়েছে, তাই তিনি বিদেশ যেতে পারবেন না। রুজিরা সব জেনেও নোটিশ উপেক্ষা করে কেন সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরে যাচ্ছিলেন তা নিয়ে চাঞ্চল্য।

বিমানবন্দর সূত্রে জানা যায় রুজিরা বন্দ্যোপাধ্য়ায়রা ৪ জন ছিলেন। পাসপোর্টে ছাড়পত্র ছিল না। তাই অভিবাসন দফতর আটকে দেয়। এরপর ১০টা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা। এরপর NSCBI থানায় অভিযোগ জানাবেন রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular