কলকাতায় এসে দেখা করতে হবে রাজ্যপালকে সাফ জানালেন অভিষেক

সুদূর দিল্লিতে গিয়েও দেখা মেলেনি কেন্দ্রীয় মন্ত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘাসফুল শিবিরের দীর্ঘ ধর্না রাজভবনের বাইরে। অবশেষে আগামীকাল অর্থাৎ শনিবার তৃণমূল কংগ্রেসকে দেখা করার জন্য সম্মতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এই সাক্ষাৎকার কলকাতা নয় বরং দার্জিলিঙের রাজভবনে।

শুক্রবার রাজভবনের তরফ থেকে এই বার্তা পাওয়ার পরে ধর্না মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, ‘শনিবার তৃণমূলের তিন সদস্য রাজ্যপালের সঙ্গে দেখা করবেন উত্তরবঙ্গে গিয়েই। কিন্তু মূল প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় ফিরে তাঁকে দেখা করতেই হবে। এবং তা যত দিন না হচ্ছে, তত দিন তিনি ধর্না থেকে উঠবেন না।’

   

এদিন ধর্না মঞ্চ থেকে রাজ্যপালের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি যদি মনে করেন পুজো কাটিয়ে ফিরবেন, তা হলে তা-ই হবে। সপ্তমী, অষ্টমীতে আমি একা বসে থাকব। আপনারা শুধু পাশে থাকলেই হবে। যে ৫০ লক্ষ মানুষ চিঠি লিখেছেন, তা কলকাতাতেই আমরা রাজ্যপালের কাছে দেব।’

আগামীকাল অর্থাৎ শনিবার তৃণমূলের তরফ থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। শনিবার সকালের বিমানে করে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন এই তিন নেতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন