Home West Bengal Kolkata City ২১শের আগেই ‘চুপিসারে’ কলকাতায় পা রাখলেন যুবরাজ! কনভয় ছাড়ায় রওনা দিলেন গন্তব্যে

২১শের আগেই ‘চুপিসারে’ কলকাতায় পা রাখলেন যুবরাজ! কনভয় ছাড়ায় রওনা দিলেন গন্তব্যে

Centre Admits Bengal Received No Allocation for 100-Day Work, Acknowledges Deprivation in Response to Abhishek Banerjee
Centre Admits Bengal Received No Allocation for 100-Day Work, Acknowledges Deprivation in Response to Abhishek Banerjee

অবশেষে কাটল রহস্যের জট। ‘ছুটি’ কাটিয়ে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এইটুকু স্পষ্ট যে আগামী রবিবার ২১শে জুলাইয়ের মঞ্চে শোনা যাবে তাঁর ‘গর্জন’। প্রসঙ্গত লোকসভা ভোট মিটতেই চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে গিয়েছিলেন। সংশয় ছিল তিনি ২১শে জুলাইয়ের আগে ফিরবেন কিনা! সেই রহস্যের সমাধান ঘটল। শুক্রবার সকালে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গন্তব্যে রওনা দেন।

Advertisements

সকাল ৭টায় বিমানবন্দর থেকে বেরতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর, ফ্লাই এমিরেটস-এর বিমানে দুবাই থেকে কলকাতায় ফিরেছেন তিনি। বিমানবন্দরের গেট দিয়ে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যান অভিষেক। সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি তিনি। গাড়ির সঙ্গে কোনও কনভয়ও ছিল না এদিন। তাঁর সঙ্গে আর কাউকে দেখা যায়নি।

   

বাড়ছে পড়ুয়াদের লাশ, হাসিনাকে বার্তা ‘খুনিদের সঙ্গে আলোচনা নয়’

আগামী রবিবার অর্থাৎ ২১ জুলাই প্রতি বছরের মতো শহিদ দিবস পালন করবে তৃণমূল। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শহরে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার নেতা-কর্মীরা। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের জয়ের উদযাপনও সেই মঞ্চে হবে বলেই মনে করা হচ্ছে। তারই মধ্যে শহরে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইবার লোকসভা ভোটের বিপুল মার্জিনে জয়ী হয়েছে ঘাসফুল। অনেক রাজনৈতিক মহলের মতে এই জয়ের পিছনে থিঙ্কট্যাঙ্ক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি কুণাল ঘোষ দাবি করেছেন বিজেপির দুই সাংসদ ঘাসফুলে যোগদান করতে পারে। এই ঘটনার স্বাভাবিক ভাবে শুরু হয়েছে চাঞ্চল্য। তবে আপাতত সবার নজর রয়েছে ঘাসফুলের যুবরাজের উপর। কারণ তিনি সেইদিন মঞ্চ থেকে কী বক্তব্য রাখেন।

Advertisements