‘পালং শাকের ক্যাশ মেমো!’ ডিজিটাল যোদ্ধাকে কটাক্ষ তরুণ জ্যোতির

abhishek-banerjee-digital-yoddha

সোমবার সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Abhishek Banerjee)তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত ‘ডিজিটাল যোদ্ধা’ সম্মেলন ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মঞ্চ থেকে অভিষেকের করা একটি মন্তব্যকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজায় উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

Advertisements

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের যাঁরা পতাকা লাগান, মিছিলে হাঁটেন, ফেস্টুন বাঁধেন, তাঁরাই দলের আর্মি। আর যাঁরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে পোস্ট, প্রচার ও ডিজিটাল বার্তা ছড়িয়ে দেন, তাঁরাই দলের এয়ার ফোর্স । দলীয় সংগঠনে অনলাইন ও অফলাইন কর্মীদের ভূমিকা বোঝাতে এই রূপক ব্যবহার করেন তিনি।

   

আধার কার্ডে আপনার নামে লোন নেওয়া হয়েছে কি না, কীভাবে ২ মিনিটে চেক করবেন

তবে এই বক্তব্যের পরই কড়া কটাক্ষে পাল্টা আক্রমণে নামেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সামাজিক মাধ্যমে ও প্রকাশ্য মন্তব্যে তিনি অভিষেকের বক্তব্যকে ব্যঙ্গ করে বলেন, এই তুলনা শুনে তাঁর নাকি জনপ্রিয় গায়ক জুবিন গর্গের সেই বিখ্যাত Navy–Air Force সংলাপের কথা মনে পড়ে গেছে। এরপরই ‘পালং শাকের ক্যাশ মেমো’ শব্দবন্ধ ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্যে দাবি করা হয়, অভিষেক যে আর্মি ও এয়ার ফোর্স এর কথা বলছেন, তা আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন। তিনি অভিযোগ করেন, “তৃণমূলের ধর্ষক, লম্পট, কাটমানি খোর, তোলাবাজরা হলো ওদের আর্মি আর মাতাল, পাতাখোর, গাঁজা খোর, ফেসবুক লাইভ করে গালাগালি করা যোদ্ধারাই হলো ওদের এয়ার ফোর্স। যদিও এই অভিযোগগুলি তৃণমূল কংগ্রেসের তরফে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

এই মন্তব্য-পাল্টা মন্তব্য ঘিরে রাজনৈতিক শিবিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। তৃণমূলের নেতাদের দাবি, ডিজিটাল যোদ্ধা সম্মেলনের উদ্দেশ্য ছিল সোশ্যাল মিডিয়ায় দলের বক্তব্য ও সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল রাজনীতির গুরুত্ব ক্রমেই বাড়ছে। তৃণমূল কংগ্রেস যেমন সোশ্যাল মিডিয়ায় নিজেদের সংগঠন মজবুত করার চেষ্টা করছে, তেমনই বিরোধী বিজেপিও এই ক্ষেত্রকে হাতিয়ার করে শাসকদলকে আক্রমণ করছে। আর্মি ও এয়ার ফোর্স-এর তুলনা আসলে রাজনৈতিক কর্মীদের ভূমিকা বোঝানোর একটি রূপক হলেও, তা যে বিরোধীদের কটাক্ষের নতুন অস্ত্র হয়ে উঠেছে, তা স্পষ্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements