রাজ্যবাসীর মঙ্গলকামনায় বড়মায়ের মন্দিরে অভিষেক

TMC leader Abhishek Banerjee visits Boro Maa temple in Naihati, prays for the health, well-being, and prosperity of the people of Bengal and India.

নৈহাটি, ২১ অক্টোবর: কালীপুজো–দীপাবলির উৎসবমুখর আবহে সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন নৈহাটির ঐতিহ্যবাহী বোরো মায়ের মন্দিরে। সেখানে তিনি মন্দিরের শান্ত পরিবেশে প্রণাম করে দেবী মাতার আশীর্বাদ প্রার্থনা করেন।

Advertisements

অভিষেক জানান, তাঁর এই প্রার্থনা কেবল ব্যক্তিগত নয়—তিনি সমগ্র রাজ্যবাসী ও দেশের মানুষের স্বাস্থ্য, সমৃদ্ধি এবং কল্যাণের জন্য মঙ্গল কামনা করেছেন।

ভক্তি ও জনসংযোগের মেলবন্ধন

দলীয় সূত্রে খবর, এই সফর ছিল ভক্তির পাশাপাশি এক গভীর বার্তার প্রতীক। উৎসবের পরও সমাজের সঙ্গে রাজনৈতিক নেতার এই সংযোগ স্থানীয়দের মধ্যে বিশেষ তাৎপর্য বহন করছে। মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনেও দেখা যায় এক আন্তরিক ছবি।

Advertisements

উৎসবের আবহ শেষ হলেও অভিষেকের এই সফর আরও একবার প্রমাণ করল—ভক্তি, সমাজ ও মানুষের কল্যাণের ভাবনা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এক বৃহত্তর সামাজিক বার্তা বহন করে।