HomeWest BengalKolkata CityAbhishek Banerjee: 'বহিরাগতদের বিসর্জনের যাত্রা শুরু', ব্রিগেডে হুঙ্কার অভিষেকের

Abhishek Banerjee: ‘বহিরাগতদের বিসর্জনের যাত্রা শুরু’, ব্রিগেডে হুঙ্কার অভিষেকের

- Advertisement -

ব্রিগেডের মঞ্চে উঠে বড় মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ব্রিগেডে জড়ো হওয়া মানুষদের উদ্দেশ্যে আগে প্রণাম জানান অভিষেক।

তিনি বলেন, ‘২ সপ্তাহে কম ব্যবধানে ব্রিগেডের আয়োজন করা হল। ১২ দিনের মাথায় ব্রিগেড করে দেখালাম।’ ব্রিগেডে জনগর্জন সভা থেকে তৃণমূল সাংসদ আরও বলেন, ‘বহিরাগতদের বিসর্জনের যাত্রা শুরু। কেউ কেউ ভেবেছিল তৃণমূল ধুয়ে যাবে। বিজেপির কাছে ইডি, সিবিআই আছে, তৃণমূলের কাছে মানুষ আছে। আগামীর রায় শোষণকারীরা, অত্যাচারীরা বিদায়। আজকের ব্রিগেড বিজেপিকে বিসর্জন দেওয়ার ব্রিগেড।’ 

   

তিনি জানান, ‘তৃণমূল কথা দিয়ে কথা রাখে। ৬ মাসের মধ্যে ১০০ দিনের টাকার ব্যবস্থা করবো। বিজেপি বাংলা বিরোধী। এমন আওয়াজ তুলুন যাতে দিল্লিতে ভূমিকম্প হোক। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। মোদীর গ্যারেন্টির জিরো ওয়ার‍্যান্টি। আগে চোর চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়। দিল্লির কাছে আত্মসমর্পণ করবো না। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে জঙ্গলমহলে শান্তি ফিরত না।’  এদিন ব্রিগেডের মঞ্চ থেকে আসানসোলের বিজেপি প্রার্থীকে নিয়ে কটাক্ষ করেন অভিষেক।  

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular