Home West Bengal Kolkata City হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কী হল তৃণমূল সেনাপতির?

হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কী হল তৃণমূল সেনাপতির?

Abhishek Banerjee Calls on Sonali Bibi During Hospital Visit
Abhishek Banerjee Calls on Sonali Bibi During Hospital Visit

হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের সেনাপতি। কিন্তু হঠাৎ করে কী হল তাঁর? সূত্র মারফত জানা গিয়েছে, একটি মাইক্রো সার্জারি হবে তাঁর। তাই রবিবার সকালে তিনি কলকাতার একটি নামী হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, এইদিনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সম্ভবনা রয়েছে, তবে সেই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

Advertisements

তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর চোখের একটি মাইক্রো সার্জারি হওয়ার কথা রয়েছে রবিবার। তবে এই বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন যে, কিছুদিনের জন্য তিনি রাজনীতি থেকে ছুটিতে যাচ্ছেন। কারণ হিসেবে তিনি এও উল্লেখ করেন যে স্বাস্থ্য সম্পর্কিত কারণের জন্যই তিনি রাজনীতি থেকে সাময়িক অবসর নেবেন।

   

তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভাল ভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভাল ভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’’

অনেক রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটে তৃণমূলের এই ফলাফলের পিছনে অনেকটা হাত রয়েছে অভিষেকের। কারণ তিনি বুথ স্তরে সংগঠনের কাজ করে গিয়েছেন। মিটিং, মিছিল, পথসভা করে জনসংযোগ জোর দিয়েছেন। তবে রাজনীতি থেকে সাময়িক বিরতি নেওয়ার আগে কিন্তু বেশ কিছু তৃণমূল নেতার দিকে হুমকির সুর ছুঁড়ে দিয়েছেন। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, যদি কেউ কাজ না করে তাহলে চেয়ার ছেড়ে দেওয়ার কথা বলেছেন অভিষেক। শুধু তাও নয়, ২০২৬ বিধানসভা ভোটের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন।

Advertisements