অভিষেককে ছাগল বলে কটাক্ষ অভিজিতের

abhijit-gangopadhyay-calls-abhishek-bandyopadhyay-goat-panhati-controversy

পানিহাটির আত্মহত্যা বিতর্কে সরব বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তাঁর নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে ছাগল বলে কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।

Advertisements

গত মঙ্গলবার পানিহাটিতে প্রদীপ কর নামের একজনের দেহ উদ্ধার হয়। তৃণমূল এবং মৃতের পরিবারের দাবি ভোটাধিকার হারানোর ভয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। বুধবার পানিহাটি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এসআইআর-এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন ৫৭ বছর বয়সী প্রদীপ কর।”

   

নির্বাচন কমিশন এবং বিজেপিকেও নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘জ্ঞানেশ কুমারের (জাতীয় নির্বাচন কমিশনার) বাবার নাম আছে ভোটার লিস্টে? দেখাতে পারবেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সার্টিফিকেটদেখাতে পারবেন? শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী দেখাতে পারবেন বাবা-ঠাকুর্দার জন্মের সার্টিফিকেট?’’
অভিষেক আরও বলেন, ‘‘বিজেপির লোকেরা এখানে এলে বাবা-ঠাকুর্দার সার্টিফিকেট চাইবেন। না দিতে পারলে বেঁধে রাখবেন। গায়ে হাত তুলবেন না। আমরা কারও গায়ে হাত তোলায় বিশ্বাস করি না। বলবেন বাবা-ঠাকুর্দা-দিদিমার সার্টিফিকেট নিয়ে আয়। তার পরে ছাড়বেন।’’

Advertisements

এ বিষয়ে বৃহস্পতিবার মুখ খোলেন পদ্ম সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “ছাগল একটা। লেখাপড়া জানে না। বেআইনি কলেজ থেকে পাস করেছে। বোকার মতো কথা বলে। যে লোকটাকে গাছে বেঁধে রাখবে সে কীভাবে সার্টিফিকেট নিয়ে আসতে যাবে? যে লোকটাকে আপনি গাছে বা ল্যাম্পপোস্টে বাঁধবেন সে যাবে কীকরে?” একই সঙ্গে তিনি আরও বলেন, “উনি যে ডিগ্রির কথা বলে থাকেন, সেই ডিগ্রি একটা বেআইনি কলেজ থেকে জোগাড় করেছেন। সুপ্রিম কোর্ট সেই কলেজটিকে বেআইনি ঘোষণা করেছে। উনি যখন ডিগ্রি পেয়েছেন তখন কলেজটি বেআইনি ছিল। সব তথ্য প্রমাণ দেখাতে পারব। উনি একটা চোর, জোচ্চর।”