Abhijit Ganguly: অভিজিৎবাবু সম্পর্কে আগ্রহ ধ্বংস হয়ে গিয়েছে: আবুল বাশার

পূর্ব নির্ধারিত ঘোষণা মতো আজই বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।  বিচারপতি থাকার সময় তাঁকে অনেকে ভগবানের আসনে বসিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক দলের রং লাগার কারণে সেটা যেন কিছুটা হলেও ফিকে হয়ে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়ে অনেকে যেন হতাশ।

   

সাহিত্যিক আবুল বাশার Kolkata24x7-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রথম থেকেই আমার মনের ভেতর দেশে একটা সন্দেহ কাজ করেছিল? তাঁর রায়ের পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় তো? সেক্ষেত্রে আমার মনে হয়েছিল তিনি বোধ হয় বাম সমর্থক। এখন তো দেখছি সবই ভুল!’

সাহিত্যিক বাশারের কথায়, ‘আত্মপরিচয়কে গোপন রেখে নিরপেক্ষ সেজে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন এমন একটা পার্সোনা গড়ে তোলার যে চেষ্টা করেছেন সেটা ভেঙে চুরমার হয়ে গেল। তাঁর ওপরে যে একটা আগ্রহ দেখা গিয়েছিল আমার মধ্যে, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।’

লোকসভা নির্বাচনের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়াকে তৃণমূলের পক্ষে ধাক্কা বলেই মনে করছে বঙ্গ বিজেপি। ধরে নেওয়া হচ্ছে লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন অভিজিৎ। তাঁকে কোন আসনে প্রার্থী করা হবে তা এখনও স্পষ্ট নয়। আগামী দিনে রাজনীতির ময়দানে কতটা বাজিমাৎ করতে পারেন অভিজিৎ বাবু, সেটাই এখন দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন