AAP: কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় তুমুল বিক্ষোভ আপ কর্মীদের

APP

লোকসভা ভোটের মুখে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার সকালেই তাঁর আগাম গ্রেপ্তারির নিষেধাজ্ঞা বিষয়ক বিষয়টি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট,সন্ধে হলেই তাঁর বাড়ি ঘিরে ফেলে বিরাট পুলিশ বাহিনী। রাজ্য রাজনীতি তোলপাড় পড়ে যায়।

তাঁর বাড়ির সামনে ছুটে আসা অজস্র আপ সমর্থকেরা। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। শুক্রবার সকালে দিল্লির সিবিআই দপ্তরের সামনেও বিক্ষোভ দেখায় আপ সমর্থকরা। শুধু দিল্লি নয়, এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পরে সারা দেশে। কলকাতাতেও আপ সমর্থকরা বিক্ষোভ দেখায়।

   

শুক্রবার সকালে আপ সমর্থকরা কলকাতার বিজেপির মুখ্য পার্টি অফিস মুরলীধরলেনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের সঙ্গে তাদের একপ্রস্থ ঝামেলাও হয়। উল্টোদিকে বিজেপি কর্মীদের অভিযোগ, ” এখানে আপের কোনও সমর্থক নেই। এরা তৃণমূল। প্রধানমন্ত্রীর নামে গালাগাল দিচ্ছে ।”

কলকাতা ছাড়া চণ্ডীগড়েও আপের সমর্থকরা বিক্ষোভ দেখায়। ইতিমধ্যেই এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন