Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata CityBrigade Parade Ground:সাত সকালে ব্রিগেডের মাঠে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, ঘনাচ্ছে রহস্য

Brigade Parade Ground:সাত সকালে ব্রিগেডের মাঠে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, ঘনাচ্ছে রহস্য

- Advertisement -

সাত সকালে ব্রিগেড ময়দানে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে দুই মহিলা প্রাতঃভ্রমণের সময় একটি গাছের তলায় একটি কম্বল মোড়ানো কিছু একটা দেখতে পায়। তারপরে তাঁদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় ময়দান থানার পুলিশকে। তারা এসে একটি অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার করেছে। জানা গিয়েছে মহিলার দেহের কিছু অংশে পচন ধরেছে। শুধু তাই নয় ওই মহিলার দেহের নিম্নাংশে কোনও পোশাক ছিল না বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান এই মহিলার বয়স আনুমানিক ত্রিশ থেকে চল্লিশের মধ্যে। বুধবার ভোর রাতে কেউ বা কারা ওই মহিলাকে অন্য কোথাও খুন করে ওই চত্বরে ফেলে রেখে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এ দিন ভোররাত প্রায় তিনটে পর্যন্ত ওই এলাকায় থানার টহলদারি দল নজরদারি চালিয়েছিল৷ কিন্তু সেই সময় ওই জায়গায় কোনও অস্বাভাবিক কিছু পুলিশকর্মীদের নজরে পড়েনি৷ তাহলে কী করে এই ঘটনা ঘটল সেই নিয়ে প্রশ্ন উঠেছে। 

   

ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ৷ কে বা কারা মহিলার দেহ ওই জায়গায় ফেলে গেল, সিসিটিভি ফুটেজ দেখে তা চিহ্নিত করার চেষ্টা চলছে৷ পাশাপাশি মহিলার পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে৷  জানা গিয়েছে দেহের কিছু অংশে আগুনে পুড়িয়ে দেওয়ার ক্ষত আছে, দেহের কিছু অংশে পচনও ধরেছে। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular