দীঘার হোটেলে শুলেই পাওয়া যাবে ঋণ! রোমাঞ্চকর প্রস্তাব তৃণমূল নেতার

digha

এক মহিলাকে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করলেন এক তৃণমূল নেতা। শুধু প্রতারণাই নয়, ওই মহিলাকে কুপ্রস্ততাবও দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা মহিলাকে এক দীঘার হোটেলে আসার আমন্ত্রণ জানায়। এখানেই শেষ নয়, তাঁকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাবও দেন ওই পঞ্চায়েত সদস্য। উপরন্তু ওই মহিলার থেকে বিভিন্ন পর্যায়ে সব মিলিয়ে ৩০০০০ টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন ওই মহিলা।

Advertisements

মহিলার অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, জগৎবল্লভপুরের পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কাজি সাবির আহমেদ এক মহিলাকে ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নামে ৩০,০০০ টাকা প্রতারণা করে বলে অভিযোগ। ওই গৃহবধূ জানিয়েছেন মাস ছয়েক আগে তাঁকে ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এর জন্য তিনি কয়েক দফায় মোট ৩০০০০ টাকা তাঁকে দেন। তাতেও কোন কাজ হয়নি। এরপর কাজি সাবির আহমেদ তাঁকে ফোনে দীঘার হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। তাতে ওই মহিলা রাজি হননি। এরপরই মহিলা পরিবারের সব লোককে গোটা ব্যাপারটা খুলে বলেন এবং তার সঙ্গে মোবাইলে রেকর্ডিং কথাবার্তাও প্রকাশ্যে আনেন।

Advertisements

শনিবার রাতেই জগৎবল্লভপুর থানায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওই মহিলা আসেন। ওই তৃণমূল সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুলিশকে যাবতীয় মোবাইল রেকর্ডিং ক্লিপ জমা দেন। এর প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই কাজি সাবির আহমেদ তাঁর বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তিনি সিপিএম এবং আইএসএফের ঘাড়ে দোষ চাপিয়েছেন। তবে এই ঘটনার বিষয়ে তৃণমূলের তরফে জানান হয়েছে যে, তাঁরা এই ঘটনার তদন্ত করবে।