Cooch Behar: ভোটের মুখে আগ্নেয়াস্ত্র-সহ আটক নাবালক, চাঞ্চল্য কোচবিহারে

Seized ammunition

ভোটের মুখে আগ্নেয়াস্ত্র-সহ আটক করা হলো এক নাবালকে। রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করা হয়েছে ওই নাবালকে। কোচবিহার রাজবাড়ির পার্কের গেটের সামনে থেকে ওই নাবালকে আটক করেছে পুলিশ।তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।

ভোটের ঠিক আগে এমন ঘটনায় কোচবিহার জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য আগামে ১৯ এপ্রিল কোচবিহারে লোকসভা ভোট আর ভোটের ঠিক আগে এমন ঘটনায় প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত প্রতিবার ভোট এলেই খবরের শিরোনামে উঠে আসে কোচবিহার। বিভিন্ন গণ্ডগোলের খবর আসে। আর এই কোচবিহারে ভোটের মুখে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া ঘটনা কি আবার সেই দিকেই ইঙ্গিত করছে ?

   

পুলিশ সূত্রে খবর, বছর ষোলোর ধৃত নাবালক কোচবিহারের দুর্গাবাড়ির বাসিন্দা। পুলিশের অনুমান, আগ্নেয়াস্ত্রগুলি বিহার থেকে আনা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর সঙ্গে আর কেউ যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন