ভোটের দিন সকালে কুড়ি মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড এলাকা, চারিদিকে ভয়ানক পরিস্থিতি

massive strom attacks

লোকসভা ভোটের সকালে মাত্র দশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গোটা এলাকা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাছের ডাল, বাড়ির টিন, লাইটের তার। বিদ্যুৎবিহীন গোটা এলাকা! মাত্র দশ মিনিটের ঝড়ে একদম বদলে গিয়েছে গোটা এলাকার চেহারা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি পৌরসভা এলাকায়। শনিবার সকালের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল পাড়া,স্টেশন রোড,আনন্দ নগর, ময়নাগুড়ি বাজার,সিনেমাহল পাড়া-সহ ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা শনিবারের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে । প্রচুর বড় বড় গাছ উপড়ে পড়েছে। আরও জানা গিয়েছে যে নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনের বেশ কয়েকটি স্টাফ কোয়াটারের টিনের চাল উড়ে গিয়েছে । সেগুলির মধ্যে কিছু চাল এসে পড়েছে বিদ্যুতের তারের উপর ৷ যার ফলে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । জানা গিয়েছে, ঝড়ের জেরে রেলের বিভিন্ন সম্পত্তি নষ্ট হয়েছে । পাশাপাশি ময়নাগুড়ি শহরের প্রতিটি ওয়ার্ডেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

   
Advertisements

এই ঘটনায় এখন পর্যন্ত এছাড়াও ঝড়ে এখনও পর্যন্ত ময়নাগুড়িতে অন্তত আরও ৯ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ আহতদের ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য। প্রসঙ্গত ময়নাগুড়ি থেকে মালবাজারগামী ৩১ নম্বর জাতীয় সড়ক ঝড়ে গাছ পড়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে । গাছ পড়ে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়িগামী রাজ্য সড়ক ও ময়নাগুড়ি থেকে ধূপগুড়িগামী জাতীয় সড়ক দিয়েও যানচালাচল বন্ধ হয়ে যায় ৷ ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে অ্যাম্বুলেন্সের উপর গাছ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।