বাংলার ৮ টি কলেজ স্থান পেল দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায়

Recruitment of thousands of professors in the college, know the information about the examination
Recruitment of thousands of professors in the college, know the information about the examination

আজ সোমবার India ranking 2023 (National Indian ranking framework বা NIRF 2023) এর সেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হল। আর সেই তালিকায় প্রকাশ পেল দেশের সেরা ১০০ টি কলেজের নাম।

Advertisements

দেশের সেরা ১০০ টি কলেজের নামের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৮ টি কলেজ। গত বছরে সেটা ছিল ৭ টি। এই বছর নতুন করে যোগ হয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। জানা গিয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে তালিকার পঞ্চম স্থানে (5th)। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ রহড়া রয়েছে অষ্টম স্থানে (8th)।

   

পশ্চিমবঙ্গের বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এই বছর ১৫ নম্বর স্থানে(15th)। গত বছর ছিল নবম স্থানে।

তবে এই বছর হতাশ করেছে পশ্চিমবঙ্গের বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। ২০২২ সালে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নবম স্থানে ছিল। সেই কলেজ এবছর চলে গিয়েছে ১৫ নম্বর স্থানে। গতবারের মতো এ বছরেও প্রথম স্থানে আছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সি কলেজ। পঞ্চম স্থানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রয়েছে ১৯ তম স্থানে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements