মমতার চিন্তা বাড়িয়ে দুর্গা পুজোর পরেই ৬০ হাজার নিয়োগ তালিকার নির্দেশ

Mamata Banerjee and Abhishek Banerjee at a political rally

রাজ্য সরকারের প্রবল চিন্তা বাড়িয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রায় ৬০ হাজার যোগ্য চাকরি প্রার্থীর তানিকা প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। শুক্রবার এমন নির্দেশই দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisements

২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যে ৫৯ হাজার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছিল। সেই তালিকাই প্রকাশ করতে হবে। এমনই নির্দেশ বিচারপতির।

   

অভিযোগ, বেশি নম্বর পাওয়ার পরেও নিয়োগ করা হয়নি। সেই অভিযোগের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়েছে, শিক্ষকেরা লিখিত ও মৌখিক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সম্প্রতি ১৮৭ জনকে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisements

অভিযোগ, কখনও সাদা খাতা জমা দিয়ে চাকরি, কখনও ইন্টারভিউতে বাড়িয়ে নম্বর দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে এই সব নিয়োগ হয়েছে। সেই অভিযোগের পরেই যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের।