গঙ্গার নীচ দিয়ে মেট্রো সফর এবার আরও আনন্দের! যুগান্তকারী পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

5G internet service will be available in East West Metro service under Ganga, গঙ্গার নীচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবায় এবার মিলবে ফাইভ জি ইন্টারনেট পরিষেবা

কলকাতার গর্ব গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা। এবার ওই রুটে সফর আরও জমে ক্ষীর। ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে এবার থেকে মিলতে চলেছে নীরবছিন্ন 5G পরিষেবা। টেলিকম জায়ান্ট রিলায়েন্স জিও এই পরিষেবা দেবে।

Advertisements

চলতি বছর মার্চ মাসে গ্রিন রুটে গঙ্গার নীচ দিয়ে শুরু হয়েছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা। গত তিন মাসে এই রুটে যাত্রী সংখ্যা বেড়েছে চোখে পড়ার মত। কিন্তু, এতদিন এই রুটে যাত্রীরা মাটির নীচে ৩০ ফুট গভীরতায় জিও নেটওয়ার্ক, 5G পরিষেবার সুবিধা পেতেন না। ফলে মেট্রোয় যাতায়াত করার সময় ভয়েস কল থেকে ইন্টারনেট পরিষেবার সুবিধা একেবারেই মিলত না। এবার সেই সমস্যা মিটতে চলেছে।

Suvendu Adhikari: বেতনের টাকা ডিএ আন্দোলনকারীদের দান করলেন শুভেন্দু

মেট্রোর এক মুখপাত্র বলেছেন যে, ‘হুগলির নীচে মেট্রো যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন মোবাইল পরিষেবা সরবরাহ করার জন্য, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.২ কিমি জুড়ে প্রয়োজনীয় পরিকাঠামো স্থাপন করা হয়েছে। ভারতী এয়ারটেলকে অনুসরণ করে, রিলায়েন্স জিও এই পরিষেবা দিতে প্রতিটি স্টেশনে উচ্চ-ক্ষমতার নোড ইনস্টল করেছে।’

Advertisements

মমতার নির্দেশই সার, সাতসকালে বুলডোজার দিয়েই চলছে হকার উচ্ছেদ

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রসারিত (গ্রিন লাইন) মেট্রো পরিষেবা ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি কম সময়ে শহর ও আশপাশের গন্তব্যে পৌঁছানোর জন্য এই রুটটি ব্যবহার করছেন। তাদের সুবিধার্থেই গ্রিন লাইনের যাত্রাকে আরও রোমাঞ্চ ও মনোরম করে তুলতেই নিরবচ্ছিন্ন টেলিসংযোগের পরিকাঠামো ইতিমধ্যেই স্থাপন করেছে জিও। এয়ারটেলের পরে, এখন টেলিকম জায়ান্ট রিলায়েন্স জিও তার পরিষেবা প্রদানের জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ৪.৮ কিলোমিটার দীর্ঘ পথে প্রতি স্টেশনে ‘উচ্চ-ক্ষমতা’ সম্পন্ন পরিকাঠামো স্থাপন করেছে। ফলে গঙ্গার নিচেও নিরবচ্ছিন্ন জিও পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।