HomeWest BengalKolkata Cityশনি-রবি মিলিয়ে শিয়ালদহ ডিভিশনে বাতিল ৪০টি লোকাল ট্রেন, বিপাকে যাত্রীরা

শনি-রবি মিলিয়ে শিয়ালদহ ডিভিশনে বাতিল ৪০টি লোকাল ট্রেন, বিপাকে যাত্রীরা

- Advertisement -

শিয়ালদহ (Sealdah) ডিভিশনের যাত্রীদের জন্য রইল খারাপ খবর। আবারও একবার লোকাল ট্রেন নিয়ে ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্য যাত্রীরা। জানা গিয়েছে, ওভারব্রিজ রক্ষণাবেক্ষনের জন্য আগামীকাল শনি ও রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। আর এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

একে তো সামনেই রয়েছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোর আগে শপিং হবে না তা তো হতেই পারে না। অনেকেই আছেন যারা মফঃস্বল, গ্রাম থেকে শহরে আসবেন ট্রেনে করে। কিন্তু ট্রেনে আসার আগে সকলের জন্য রয়েছে বড় খবর। পূর্ব রেলের তরফে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তা দেখে চোখ কপালে উঠেছে সকলের। পূর্বরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বনগাঁ-হাসনাবাদ এবং মধ্যমগ্রাম শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। ফলে নতুন করে যে যাত্রীদের হয়রানির শেষ থাকবে না তা বলাই বাহুল্য।

   

পূর্ব রেল জানিয়েছে, সেতু রক্ষণাবেক্ষণের কাজ রেলওয়ে অবকাঠামো ব্যবস্থাপনার একটি প্রয়োজনীয় দিক। ট্রেন পরিষেবার নিরবচ্ছিন্ন ব্যবস্থার জন্য সু-রক্ষণাবেক্ষণ করা সেতুগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুগুলির কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করা পরিষেবা বিঘ্নিত এবং বিলম্বের ঝুঁকি হ্রাস করে। যে কারণে মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে থাকা সেতুগুলির রক্ষনাবেক্ষণের কাজ চলবে। শনিবার থেকে টানা ১২ ঘন্টা (২২:৩০টা থেকে ১০:৩০টা পর্যন্ত) শনিবার ও রবিবার শিয়ালদহ বিভাগের দমদম জংশন-বারাসত বিভাগের ডাউন লাইন এবং মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনগুলির মধ্যে আপ লাইনে ১০ ঘন্টা (২২:৩০ ঘন্টা থেকে ৮:৩০ ঘন্টা) ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।

 
শনিবার যে যে ট্রেন বাতিল থাকবে সেগুলি হল

১) বনগাঁ-শিয়ালদহ: DN 33856, 33860/UP 33861, 33863
২) হাসনাবাদ-শিয়ালদহ: DN 33538/UP 33533।

রবিবার যে যে ট্রেন বাতিল থাকবে সেগুলি হল

১) হাসনাবাদ-শিয়ালদহ: DN 33512, 33514/UP 33511,33517।
২) বনগাঁ-শিয়ালদহ: DN 33812, 33814, 33818, 33820/UP 33811, 33813, 33815, 33817
৩) দত্তপুকুর-শিয়ালদহ: DN 33612, 33618 /UP 33613,
৪) লক্ষ্মীকান্তপুর-নামখানা: DN 34924/UP 34923।
৫) মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর: DN 30712/UP 30711।
৬) বনগাঁ-মাজেরহাট: DN 30342।
৭) হাবরা-শিয়ালদহ: DN 33652/UP 33651।
৮) বিবিদি বাগ-কৃষ্ণনগর সিটি: ইউপি 30145।
৯) মাঝেরহাট-মধ্যমগ্রাম: ইউপি 30357/DN 30358।
মাঝেরহাট-বারাসাত: ইউপি 30351।
১০) বারাসত-বনগাঁ: ইউপি 33361।
১১) বারাসাত – শিয়ালদহ: DN 33432, 33434/UP 33431, 33435, 33439।
১২) বারাসত – দত্তপুকুর: ইউপি 33357।
১৩ দত্তপুকুর – শিয়ালদহ: DN 33616।

শনিবার (১৪.০৯.২০২৪) বারাসাত থেকে নিম্নোক্ত ট্রেনগুলি সংক্ষিপ্ত করা হবে

• বনগাঁ-শিয়ালদহ: ৩৩৮৫৮। 
• শিয়ালদহ-বনগাঁ: ৩৩৮৫৯। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular