Loksabah election 2024:রেকর্ড অভিযোগ কমিশনে, জেনে নিন সঠিক তথ্য

Ec

ভোট বাজারে নির্বাচন কমিশনে আসতে চলেছে একের পর এক অভিযোগ। নির্বাচন কমিশন কার্যত অভিযোগের স্তূপে পরিণত হয়েছে। সকাল ১১টা অবধি পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে নির্বাচন কমিশনের কাছে মোট ২৯৮টি অভিযোগ জমা পড়েছে। এই খবর লেখা পর্যন্ত অভিযোগের সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এইদিন সকাল থেকে একের পর এক অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোথাও বোমাবাজি আবার কোথাও ভোটারকে ভোটদানে বাঁধা। কোথাও আবার ভুয়ো এজেন্টকে ধরে ফেলা এইসব ঘটনা দেখা গিয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে চার কেন্দ্র মিলিয়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট ২৯৮টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ১৭৪টি। যার মধ্যে সিপিএমের অভিযোগ সব থেকে বেশি, ১৩৪টি। কংগ্রেস ১৭টি এবং তৃণমূল এবং বিজেপি ৬টি করে অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে। আশা করা যাচ্ছে বিকেল অবধি এই সংখ্যা আপাতত ভোটের মধ্যে অভিযোগ সংখ্যার শীর্ষে চলে যাবে।

   

এইদিন সকাল থেকে সবচেয়ে বেশী অভিযোগ পাওয়া গিয়েছে মুর্শিদাবাদ থেকে। ভোটের দিন ভোরে এক কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আবার মালদা উত্তরে কংগ্রেসের এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি তৃণমূলের।জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে বিজেপি প্রার্থীর এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ। আবার মালদাহে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলল বিজেপি। ভোটারদের প্রাভাবিত করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন