কলকাতা: অবশেষে কলকাতায় জাঁকিয়ে পড়ল শীত৷ বুধবার সকাল থেকেই বেশ কনকনে ভাব৷ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে মহানগরীর পারদ৷ শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে৷ আগামী ২৪ ঘণ্টায় আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ রাতের তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে৷ মারাকাটারি শীত এখন সময়ের অপেক্ষা৷ (kolkata winter weather update)
বৃষ্টি নিয়ে কী আপডেট kolkata winter weather update
ইতিমধ্যেই জেলায় জেলায় বেশ ভালোই কামর বসিয়েছে শীত। লাগাতার পারদ পতনে শীতের আমেজ লুটেপুটে উপভোগ করতে শুরু করেছে রাজ্যবাসী৷ পরিষ্কার আকাশে আরও নামবে পারদ৷ আকাশ মূলত পরিষ্কার থাকবে৷ আগামী ৩-৪ দিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বরং আগামী চারদিনে তাপমাত্রা যতটা কমবে, তাতে সপাহান্তে বেশ ভালোই শীত মালুম হবে৷ শীতের ব্যাটিং-এর মাঝেই ময়দানের দখল নেবে কুয়াশা৷ কয়েকটি জেলার আকাশ সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে৷ ছয় জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে৷
উত্তরে কেমন থাকবে আবহাওয়া? kolkata winter weather update
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও হু হু করে নামবে পারদ৷ হাড় কাঁপানো ঠান্ডা পড়বে পাহাড়ে৷ বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই৷ মঙ্গলবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনাও নেই বলে জানিয়েছে হাওয়া অফিস৷ তবে ঘন কুয়াশায় ঢাকা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর৷ দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার আস্তরণ থাকবে৷ তবে ওই দুই জেলায় কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি৷ হালকা কুয়াশায় ঢাকা থাকবে দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলা৷ উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে৷
West Bengal: Kolkata experiences a cold wave as temperatures drop to 16.2°C. Alipore Weather Office predicts further drops to 14°C at night. No rain forecast for the next 3-4 days, with dense fog in six districts.